People / Company Name:
Case Mistry
https://www.facebook.com/share/19tAScTq9o/
Scammers may misuse others' bank details, so we don’t share bank info directly. Use the search bar to look up numbers instead.
-
Time of incedient2025-01-02
-
Scam Amount (BDT)400 Taka
-
Payment method
Victim Story Briefing
Case Mistry নামের এই পেইজটিতে winter offer চলছিলো। By two get one offer। দুইটা ফোন কভার কিনলে, একটা ফ্রি! কিন্তু, প্রতিটি কভার ৪০০টাকা মূল্য। দুইটা ৮০০টাকা এবং ডেলিভারি চার্জ সর্বত্র ফ্রি। তবে, অর্ধেক টাকা আগে বিকাশ অথবা নগদ নাম্বারে পাঠিয়ে দিতে হয় pre order এর মতো, তবেই অর্ডার কনফার্ম করে। 01332794431 - এটাই ওনাদের বিকাশ এবং নগদ নাম্বার। আমি বিকাশ করেছিলাম ওনাদের। বিকাশ নাম্বারটি মার্চেন্ট নাম্বার, পেমেন্ট করতে হয়। তবে, নাম ওঠে MAHMUDA FASHION TAILOR. এ নিয়ে জিজ্ঞাসাবাদ করায় তারা আমাকে বলে এটা তার মায়ের নামে। এজন্য আমি আর বেশী সন্দেহ করিনি। কারন, আমিও একজন স্টুডেন্ট, বিভিন্ন কাজে মা এবং বাবার নাম্বারই ব্যবহার করে থাকি। তাই অগ্রিম পেমেন্ট করার পরে তারা অর্ডার কনফার্ম জানায় এবং ৪ দিনের মধ্যে পেয়ে যাবো বলে নিশ্চয়তা দেয়। কিন্তু, দীর্ঘ ৫-৬ দিন কেটে যাবার পরে যখন আমি তাদের নক দেই। তারা আমাকে বলে পরের দিন পাবেন। এই কথা বলে পেজ থেকে ব্লক করে দেয়। আমি ওনাদের WhatsApp নাম্বারে মেসেজ দেই। তারপর সেখান থেকেও ব্লক করে দেয়। পরে বুঝতে পারি ওনারা ফ্রড। আমি একজন স্টুডেন্ট, অনলাইন থেকে প্রয়োজনে প্রায়ই কিছু জিনিস কিনে থাকি যদি স্পেসিফিক জিনিসের দামটা কম হয়ে থাকে তবেই। কিন্তু, আমি ভাবতেই পারিনি ফেসবুক মার্কেটিং এর একটা পেজ যারা পেজের প্রমোশন করে , ফেসবুক এডস্ ব্যবহার করে, তারা ফেক হবে। সর্বোপরি ফেসবুক অথবা অনলাইন সেলার দের জন্য বলব, কখন স্টুডেন্ট কাস্টমারের টাকা নিয়ে এরকম করবেন না। আমরা স্টুডেন্ট মানুষ, হাতে প্রয়োজনের তুলনায় কম টাকা থাকে সবসময়। এদিক সেদিক টাকা ভাংলে তা পুষিয়ে নিতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন আমি ফোন কভার কিনতে চেয়েছিলাম কারন ১ আমার ফোনের পেছনের অংশ ভাংগা। ২ একটি কভার আমার মায়ের জন্য নিতে চেয়েছিলাম। কারন তখন ১সপ্তাহ পরে আমার মায়ের জন্মদিন ছিল। তাই সবাইকে সাবধানতার জন্য বলবো এরকম অফার দেখলে ফুল ক্যাশ অন ডেলিভারি হলেই নিবেন।
Frequently Asked Questions
0 Reviews
0.0
0 rating
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
About Reporter/Victim
nixder10
0.0
(0 Reviews)
Are you posting on behalf of someone else?
No, I am the victim.