People / Company Name:
Ai Taqwa Usdt Mart
https://www.facebook.com/share/1BwMLSz33y/
46 Views
Scammers may misuse others' bank details, so we don’t share bank info directly. Use the search bar to look up numbers instead.
-
Time of incedient2025-01-23
-
Scam Amount (BDT)11135
-
Payment method
Victim Story Briefing
Ai Taqwa Usdt Mart প্রতারক
আমি অনলাইনে ইন্ডিয়ান কোর্সে ভর্তি হওয়ার জন্য রুপিতে পেমেন্ট করার জন্য ফেসবুক বুস্ট থেকে এদের পেজ পাই। পরবর্তীতে ফেসবুক থেকে WhatsApp (+880 1319-596426) এ যোগাযোগ করলে সে জানায়, সে পেমেন্ট করতে পারবে। এজন্য আমি প্রথমে তাকে ১০,১৩৫ টাকা (নগদ নাম্বার: 01602400615) নগদে সেন্ড করি। এরপর সে জানায় কুপন কোড অ্যাকটিভ হচ্ছে না, সে আরও তিন হাজার টাকা দাবি করে।
আমার সন্দেহ হওয়ায় আমি ১ হাজার টাকা পাঠাতে চাইলে সে রাজি হয়। এরপর টাকা পাঠানো হলে, সে আমার WhatsApp-এ ব্লক করে দেয়। আমি ফেসবুক পেজে মেসেজ দিলে সেখানেও ব্লক করে দেয়।
পরবর্তীতে আমি আরেকটা নাম্বারের মাধ্যমে তার আইপি অ্যাড্রেস ও লোকেশন বের করতে সক্ষম হই।ওকে ট্রাপে ফেলে ব্যাক একাউন্ট ও বের করি। এদের পেজ এখনো ফেসবুকে রয়েছে এবং তাদের এড চালু আছে। পোস্টে সব প্রমাণ যুক্ত করা হলো। দয়া করে কেউ এই প্রতারকের ব্যাপারে ব্যবস্থা নিতে সহায়তা করুন। অন্য কেউ যাতে এদের দ্বারা প্রতারিত না হয়, সে জন্য এই পোস্ট বেশি বেশি শেয়ার করুন।
বি.দ্র. WhatsApp-এ ব্যবহৃত ছবি তার কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই।
ফেসবুক পেজ: https://www.facebook.com/Creativestitches
WhatsApp নাম্বার: +880 1319-596426
বিকাশ নাম্বার: 01401770230
নগদ নাম্বার: 01602400615
ব্যাক একাউন্ট:Islami Bank
Rakib Khandokar
Account :20503166700366813
Branch KDA Avenue
আপনারা আমাকে একটু সহায়তা করুন এই প্রতারককে ধরার জন্য।