Scammers may misuse others' bank details, so we don’t share bank info directly. Use the search bar to look up numbers instead.
-
Time of incedient
-
Scam Amount (BDT)
-
Payment method
Victim Story Briefing
- #fraud_alert
- আমি Tanha's collection থেকে এই ড্রেস অর্ডার করি। রিয়েল পেইজে দেওয়া ওয়েবসাইটের লিংক থেকে অর্ডার দেয়। এমন সস্তা রেপ্লিকা দিতে পারে আমার ভাবার বাইরে ছিল। কারণ সে কয়েকদিন পরপর রির্টান আসা ড্রেস নিয়ে লাইভ করে, ডিস্কাউন্ট এ দিবে রির্টান ড্রেস। সেখানেও অরিজিনাল ড্রেস দেখাতো।
ড্রেস রিসিভ করার পরে দেখি কালারই আলাদা। ash color দিয়েছে, লাইভে এবং ওয়েবসাইটে গোল্ডেন কালার ছিল। তাও মেনে নিই। ভাবি আলোর কারণে লাইভে অত উজ্জ্বল লাগছিল। তারপর দেখি ড্রেসের ডিজাইন পুরোই চেঞ্জ, সাইজও ছোট (unstitched রেপ্লিকাগুলোয় যেমন ছোট থাকে)। এরপর কামিজের নিচের অংশে দেখুন তারটায় অরগাঞ্জার উপর কাজ করা। এটায় সস্তাভাবে কাপড়ের উপরেই বসানো, কাপড়ের মানও খুবই খারাপ। সে বারবার ভিডিওতে বলেছে অরগাঞ্জার উপরে এমব্রয়ডারি করা দামানে। কোথায় সে অরগাঞ্জা😂😂। গলার এমব্রয়ডারি কামিজের সাথে না, আলগা কাপড় সেলাই করা। মানে যা তা অবস্থা।
ডিজাইনেও অমিল, একই জামায় সবগুলো তো সেইম টু সেইম হওয়ার কথা (ছবিতে মার্ক করেছি। এটুক হেরফেরে আমার সমস্যা হতো না, যদি কোয়ালিটি কালার সব ঠিক থাকত, রেপ্লিকা বুঝানোর জন্য মার্ক করলাম)।
ড্রেস্টা রির্টান করেছি। বলতে পারেন, তাহলে এতো কথা কেন? সবাইকে সর্তক করার জন্য। টাকার গাছ নেই ভাই যে ডেকে ডেকে ডেলিভারি চার্জ দিয়ে উড়াব। এত বড় পেইজ, ওয়েবসাইট আছে তারা এমন সস্তা রেপ্লিকা দিবে অবিশ্বাস্য। আমার ধারণা, উনারা অরিজিনালটাও দেয় অনেক কাস্টমারকে (মেইবি 50-50) , নাহলে এই পেইজের নামে সেরকম কম্পলেইনও তো দেখিনা।
আর "অনলাইনে শপিং করলে এসব মানতে হবে" এইসব ক্রিঞ্জ কেউ বইলেন না। আপনার টাকার গাছ থাকতে পারে, সবার না। অনলাইন থেকে আমি প্রচুর কেনাকাটা করি, এরকম ওয়েবসাইট থাকা, রির্টান ড্রেস নিয়ে লাইভ করা পেইজকে এতো সস্তা রেপ্লিকা দিতে দেখিনি।
Frequently Asked Questions
0 Reviews
0.0
0 rating
5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%
About Reporter/Victim
Scamyy
0.0
(0 Reviews)
Are you posting on behalf of someone else?
Yes, I'm posting on behalf of another victim.